শুক্রবার আসছে আরও একটি শৈত্যপ্রবাহ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

শুক্রবার আসছে আরও একটি শৈত্যপ্রবাহ

বাসস : মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে মানুষের হাড় কাঁপিয়ে অবশেষে দেখা দিয়েছে রোদের ঝিলিক। আজ মঙ্গলবার থেকে শীতের তীব্রতা কমতে শুরু করলেও আগামী শুক্রবার থেকে দেশে ফের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী বুধ-বৃহস্পতিবারের দিকে সারা দেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারও দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর আগামী শুক্র-শনিবার থেকে আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এটি দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে।

গত বুধবার রাত থেকে সৃষ্ট শৈত্যপ্রবাহে দেশের উত্তর-দক্ষিণাঞ্চলসহ সারা দেশে শীতের দাপট ছিল। দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা ও যশোর, পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা ও উত্তরের জেলা রাজশাহীতে তীব্র শীতের বেশ প্রভাব ছিল। ওই অঞ্চলে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে গত রোববার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

Comment here