মোঃ মাহফুজ আহমেদ শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পৌরসভা ও আটটি ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ(ভার্নারেবল গ্রুপ ফিটিংস) এর চাল ও বয়স্ক,বিধবা ভাতার কার্ড বিতরণ করছেন সাংসদ ইকবাল হোসেন সবুজ। সোমবার(০৫ আগস্ট) এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের এই সাংসদ। মঙ্গলবার সকাল থেকে মাওনা,গাজীপুরসহ কয়েকটি ইউনিয়নে তিনি চাল ও কার্ড বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন,উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মো.মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা আমির হামজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডঃ মোশারফ হোসেন ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মাহফুজ,ওয়াসিম, ইমতিয়াজ উদ্দিন মন্ডল,আওয়ামী লীগ নেতা লিয়াতক আলী ফকির,আওয়ামী লীগ নেতা সাজেদুল ইসলাম সুরুজ প্রমুখ।
ঈদের আগে সরকারের দেওয়া ১৫কেজি করে চাল পাওয়ায় হতদরিদ্র মানুষগুলোর মধ্যে উচ্ছাস দেখা গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মইদুল ইসলাম জানান, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে ৩৫হাজার ৪৬৭জন হতদরিদ্রের মধ্যে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।
এর মধ্যে উপজেলায় ৪৬২ মেট্টিকটন ও পৌরসভায় ৬৯.২৩০ মেট্টিকটন চাল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন,বিতরণে যাতে কোন রকম অনিয়ম না হয় সেজন্যে এমপি মহোদয়সহ আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছি।
Comment here