সব ক্যাসিনো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, দাবি র‌্যাব ডিজির - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

সব ক্যাসিনো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, দাবি র‌্যাব ডিজির

নিজস্ব প্রতিবেদক : সব ক্যাসিনো বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘আমাদের টার্গেট ছিল ক্যাসিনো থাকবে না। আমরা সব ক্যাসিনো গুঁড়িয়ে দিয়েছি।’

আজ শুক্রবার রাজধানীর বনানীতে জঙ্গি হামলা মোকাবিলায় র‌্যাবের মহড়া শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘এখন সব ক্যাসিনো বন্ধ। এটা করতে গিয়ে হয়তো অন্যান্য অনেক ইস্যু বেরিয়ে আসছে। আমি অনুরোধ করব, কোনো ধরনের গুজব ও আতঙ্ক ছড়াবেন না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে। ভালো করতে গিয়ে দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা কিন্তু আমরা চাই না।’

ক্যাসিনোর সংখ্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের সমালোচনা করে র‍্যাব ডিজি বলেন, ‘কেউ বলছেন নগরীতে ৬০টি ক্যাসিনো আছে, কেউ বলছেন ১৫০। আবার কেউ বলছেন ৬০০ ক্যাসিনো আছে। তালিকাটা কোথায়? আমাদের কাছে যে তালিকা আছে, সে অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের পরিষ্কার কথা— ক্যাসিনো বন্ধ করতে নেমেছি, ক্যাসিনো বন্ধ হয়েছে। কিন্তু ৬০, ১৫০, ৬০০, হাজার, ঘরে ঘরে ক্যাসিনো, এসব ভালো কথা নয়। এতে মূল বিষয়টা ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি বলেন, ‘গুজবনির্ভর কথা নিয়ে যদি নাড়াচাড়া করি, তাহলে মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি সেক্টর বাই সেক্টর ধরে, লক্ষ্য স্থির করে কাজ করি, তাহলে সবচেয়ে ভালো হয়। সরকারের উদ্যোগে দেশবাসীর সমর্থন রয়েছে। দয়া করে কেউ গুজব ছড়াবেন না, তাতে অভিযানের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়। আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকতে চাই।’

ক্যাসিনোর অভিযানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে র‌্যাব ডিজি বলেন, ‘অভিযান মুখ থুবড়ে পড়ার কোনো কারণ নেই। ক্যাসিনোর অভিযান নির্মোহভাবে দেখতে হবে। আমরা দেখছি অভিযান নিয়ে অনুমাননির্ভর কথাবার্তা বলা হচ্ছে। চরিত্র হনন করা হচ্ছে। এগুলো ঠিক নয়।

Comment here