বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীদের একজন বিদ্যা সিনহা মিম। ক’দিন আগে বায়োস্কোপ অরিজিনালে মুক্তি পেয়েছে মিম অভিনীত ওয়েব সিরিজ ‘নীল দরজা’,যা এরইমধ্যে দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়ে উঠেছে। পাশাপাশি এই অভিনেত্রী অংশ নিয়েছেন লাক্সের নতুন একটি বিজ্ঞাপনে। এছাড়াও আরও কিছু নতুন বিজ্ঞাপনে কাজ করার কথা চলছে তার।
দৈনিক মুক্ত আওয়াজ অনলাইনকে বিদ্যা সিনহা মিম বলেন, ‘এখন আপাতত বিশ্রামে আছি। নতুন কিছু বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে কথা চলছে। ওয়েব সিরিজ নিয়েও কথা হচ্ছে। তবে সে খবর এখন দিতে চাই না। সব কিছু চূড়ান্ত হলে, পরে জানাবো।’
মিম আরও বলেন, ‘নতুন কাজের প্রস্তাব হরহামেশাই পাচ্ছি। তবে গল্প ও নির্মাণের বিষয়টি মাথায় রেখে, অনেক প্রস্তাবই ফিরিয়ে দিচ্ছি। আমি চাই ভালো মানের কাজ করতে। ভক্ত-দর্শকদের যে ভালোবাসা ও বিশ্বাস অর্জন করেছি তার ধরে রাখতে চাই। সে কারণে অনেক বেছে বেছে কাজ করছি। আমি চাই না, আমার কাজ দেখে ভক্তরা হতাশ হোক।’
এদিকে, এরইমধ্যে মিম শেষ করেছেন গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ ছবির শুটিং। টানটান উত্তেজনায় ঠাসা ‘সাপলুডু’র ট্রেলার দেখে দর্শকমহলে ছবিটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মিমের ভাষ্য, “সাপলুডু”র গল্প এক কথায় অসাধারণ। ট্রেলার প্রকাশের পর অনেকে ফোন দিয়ে এর প্রশংসা করেছেন। জানতে চেয়েছেন, গল্পটি কেমন? সবাইকে একটা কথাই বলেছি, হলে গিয়েই জানা যাবে, গল্পটি কেমন। আমি কিছু বলতে চাই না। পুরো ছবিটি দেখে দর্শকদের বাহ বাহ দিতেই হবে। সঙ্গে এও বলি, দর্শক হতাশ হবে না।
Comment here