সারাদেশ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘোরাঘুরি-আড্ডা, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিনা প্রয়োজনে ঘরের বাইরে ঘোরাঘুরি ও আড্ডা দেওয়ার অভিযোগে বগুড়ায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সদর থানা পুলিশের টহল দল শহরের বাদুড়তলা তিব্বতের মোড় থেকে ছয়জন, ইয়াকুবিয়া স্কুলের মোড় থেকে দুইজন ও জলেশ্বরীতলা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-জাকির হোসেন (৪০), আরাফাত হোসেন রনি (৩২), আব্দুল কাইয়ুম (৫০), ফরিদ হোসেন (৩০), শিপন শেখ (৩০), রাজু আহম্মেদ (৩০), জামাল ফয়সাল উজ্জল (৪০), লিটন রায় (৩৫), ওমর ফারুক (১৮) ও আবু হুরায়রা (১৯)।

আজ বুধবার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি দৈনিক মুক্ত আওয়াজকে জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সন্ধ্যা ৬টার পরে বাইরে অযথা চলাফেরায় ও আড্ডায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা রাত ৮টার পরেও বাইরে আড্ডা দিয়ে যাচ্ছিল তাই তাদের আইন অনুযায়ী গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তাররকৃত প্রত্যেকের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা ভঙ্গের অপরাধে প্যানাল কোড অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Comment here

Facebook Share