সর্বজনীন পেনশন নিয়ে মানুষকে সচেতন করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

সর্বজনীন পেনশন নিয়ে মানুষকে সচেতন করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বজনীন পেনশন স্কিম নিয়ে গুজব রুখতে ও সচেতনতা তৈরিতে কাজ করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সর্বজনীন পেনশন স্কিম চালু করেছি। বিএনপির কিছু নেতারা বলছেন এটা নাকি আমাদের নির্বাচনী ফান্ড তৈরির জন্য। এর থেকে লজ্জার আর কী হতে পারে। নিজেরা কিছু করতে পারেনি, মানুষকে কিছু দিতে পারেনি। মানুষের ভালোর জন্য যখন আমরা কিছু করি তখন বিভ্রান্তি সৃষ্টি করে। এই বিভ্রান্তিতে কেউ যেন কান না দেন।’

ছাত্রলীগের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ছাত্রলীগকে বলব, নিজের এলাকায় গিয়ে এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলি। আমার কোনো ভয় নেই। দেশের মানুষকে ভালোবাসি। স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তুলব। ছাত্রলীগের ছেলে-মেয়েরা একচল্লিশের স্মার্ট বাংলাদেশের কান্ডারি হবে। সেটাই আমি চাই।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় আর কেউ বাধা দিতে পারবে না। অতন্দ্র প্রহরীর মতো ছাত্রলীগকে সব সময় সজাগ থাকতে হবে। শিক্ষা গ্রহণ করতে হবে।’

বিএনপি-জামায়াতের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। ইলেকশন তাদের কথা নয়। তারা ভোট করতে আসে না। ভোট চায় না, ভোট পাবে না। জনগণের ভোটের অধিকার নিয়ে আবারও তারা ছিনিমিনি খেলতে চায়।’

Comment here