সহকারী শিল্পীদের ঈদ উপহার দিলো চলচ্চিত্র শিল্পী সমিতি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢালিউডবিনোদন

সহকারী শিল্পীদের ঈদ উপহার দিলো চলচ্চিত্র শিল্পী সমিতি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে জুনিয়র বা সহকারী শিল্পীদের ঈদ উপহার ও বোনাস প্রদান করা হয়েছে। আজ বেলা ১২টা থেকে বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে এ কার্যক্রমের শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ খান দৈনিক মুক্ত আওয়াজ অনলাইনকে বলেন, ‘জুনিয়র শিল্পীদেরকে আমরা ঈদ বোনাস ও উপহার দিলাম। এটা আমাদের দায়িত্ব।’

জায়েদ খান জানান, অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াতে ও শিল্পীদের মধ্যে পারস্পারিক সম্পর্ক বাড়াতে এমন উদ্যোগ। এ ধরনের কার্যক্রম আগামীতেও চলবে।

এর আগে, গত বছর ঈদুল আজহায় গরু কোরবানি দিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। কোরবানির মাংস শিল্পী সমিতির সদস্যদের পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। সঙ্গে ছিল সেমাই, চিনি, চালও।

Comment here