সাকিবের অনন্য হ্যাটট্রিক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রিকেটখেলাধুলা

সাকিবের অনন্য হ্যাটট্রিক

চলমান বিশ্বকাপে অন্যরকম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টানা তিন ম্যাচেই তিনি হাফসেঞ্চুরি করেছেন। প্রথম দুই ম্যাচে হাফসেঞ্চুরি করে আউট হয়ে গেলেও আজ ইংল্যান্ডের বিপক্ষে এখনো ক্রিজে আছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

সোফিয়া গার্ডেন্সে বিশ্বকাপে নিজদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করে ইংলিশরা ৩৮৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয়। টার্গেটে খেলতে নেমে ওপেনার সৌম্য সরকার মাত্র দুই রানে ফিরে গেলে ক্রিজে আসেন সাকিব।

আজকের ম্যাচে ৫০ বলে সাকিব হাফসেঞ্চুরির দেখা পান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব ৬৭ রানে ক্রিজে আছেন। তার সাবধানী খেলায় সৌম্যের দ্রুত ফিরে যাওয়া তিনি বুঝতেই দেননি।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সে ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ জয় পায় ২১ রানে। দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেও নিউজিল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরি করেন তিনি। তার ব্যাটিংয়ের কারণে কিউইদের সম্মানজনক স্কোরের টার্গেট দিতে পারে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলাদেশ হারে দুই উইকেটে।

Comment here