সাধারণ রোগীরা জ্বর-কাশি নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সাধারণ রোগীরা জ্বর-কাশি নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক : সাধারণ রোগীরা সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আজ বুধবার বিকেলে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ আদেলের ব্যবস্থাপনায় পুরান ঢাকার লালবাগ, বাংলাবাজার ও নাজিমউদ্দিন রোডের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় পথচারীদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণকালে দলটির চেয়ারম্যান এ অভিযোগ করেন।

জিএম কাদের বলেন, ‘ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে না। এটা খুবই দুঃখজনক। অনেক ডাক্তার সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত রোগীদের কাছে আসছেন না বা রোগীদের দেখতে চাচ্ছেন না এটা একেবারেই অমানবিক।’

এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘কোনো রোগীই যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিতে হবে।’

‘সরকারিভাবে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কিন্তু তারপরও অনেক জায়গায় অসহায় মানুষেরা ত্রাণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যতটুকু প্রয়োজন ততটা পাচ্ছে না আবার অনেকেই বেকার হয়ে পড়েছে। তাদের অন্যকোনো উপায় নেই। তাই বর্তমান বাস্তবতায় ত্রাণ বিতরণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। জাতীয় পার্টির পক্ষ থেকে ক্ষুদ্র প্রচেষ্টায় কিছুটা সহায়তা করা হচ্ছে’, যোগ করেন তিনি।

অসহায় মানুষদের সাধ্যমতো সহায়তা করতে জাতীয় পার্টি নেতা-কর্মীদেরও আহ্বান জানান গোলাম মোহাম্মদ কাদের।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা প্রমুখ।

Comment here