পর্নোগ্রাফিতে উৎসাহ দেয় এমন অভিযোগ এনে ভারতে নিষিদ্ধ করা হয় টিকটক অ্যাপ। গত ৮ এপ্রিল চাইনিজ এই মোবাইল অ্যাপটি নিষিদ্ধ করতে কেন্দ্রকে নির্দেশ দেন মাদ্রাজ হাইকোর্ট।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রাজ হাইকোর্টের রায়ের পরেই একাধিক গানের সঙ্গে নেচে, সেসব ভিডিও টিকটকের মাধ্যমে শেয়ার করেছেন সানি লিওন। আর সেসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভারতীয় গায়ক দালের মেহেন্দির বিখ্যাত ‘বোলো তারারা’ গান ছাড়াও বেশ কয়েকটি গানের তালে সঙ্গে নেচেছেন এই অভিনেত্রী। টিকটক অ্যাপ ব্যবহার করে সানির নাচের ভিডিওগুলো ভাইরাল হয়েছে ব্যাপকভাবে। ভিডিওগুলোতে সানির সঙ্গে নাচতে দেখা গেছে তার বন্ধু শেহজাদা আকশু কক্করকে।
শুধু হিন্দি গানই নয়, একটি বাংলা গানেও নেচেছেন সানি। গানের নাম, ‘প্রথম বিয়ে করলাম আমি, জেলা বর্ধমান’। এই গানে সানি যে খুব উপভোগ করে নেচেছেন তা তার নাচেই ফুটে উঠেছে।
Comment here