সারাদেশ

সাবেক প্রতিমন্ত্রী কায়সারের মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগেও বহাল

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাতীয় পার্টির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

 

এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে সৈয়দ মোহাম্মদ কায়সারকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সৈয়দ মোহাম্মদ কায়সার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন।

সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিলের ওপর শুনানি শেষে গত ৩ ডিসেম্বর রায় ঘোষণার জন্য ১৪ জানুয়ারি তারিখ ধার্য করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।পূর্ব-ধার্যকৃত তারিখে আজ মঙ্গলবার রায় ঘোষণা করলেন আপিল বিভাগ। রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখলেন আপিল বিভাগ।

 

সৈয়দ মোহাম্মদ কায়সার মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় ‘কায়সার বাহিনী’ গঠন করেন । এ বাহিনীর মাধ্যমে তিনি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো যুদ্ধাপরাধ করেন।

 

তৎকালীন মুসলীম লীগ নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেন। হুসেইন মুহম্মদ এরশাদের সময় তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাকে কৃষি প্রতিমন্ত্রী করেন হুসেইন মুহম্মদ এরশাদ।

Comment here

Facebook Share