সারাদেশ

সাভারে চিকিৎসক করোনা পজেটিভ, ঢাকায় প্রেরণ

সাভার প্রতিনিধি : সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ায় তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে তার করোনার রিপোর্ট পজেটিভ আসে।

পরে রাত ১১টার দিকে ওই চিকিৎসককে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সাভারে শনাক্ত হওয়া তিনিই প্রথম করোনা রোগী।

সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অাব্দুল্লাহ অাল মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েক দিন ধরে ওই চিকিৎসকের মধ্যে করোনার উপসর্গ থাকায় সোমবার পরীক্ষার জন্য নমুনা ঢাকা পাঠানো হলে রাতে ঢাকা থেকে জানানো হয়, ওই চিকিৎসক করোনা পজেটিভ। এরপরই তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

ওই চিকিৎসক রাজধানীর শ্যামলীতে থাকতেন। সেখান থেকেই সাভার হাসপাতালে এসে দায়িত্ব পালন করতেন। তিনি সারাদিন রোগীদের চিকিৎসা দিয়েছেন বলেও জানান অাব্দুল্লাহ অাল মাহফুজ।

এদিকে, এই ঘটনার পর পরবর্তী সিদ্ধান্ত সিভিল সার্জন ও জেলা প্রশাসক নেবে বলে জানানো হয়েছে।

Comment here

Facebook Share