সিকিমে আকস্মিক বন্যা, নিখোঁজ ২৩ সেনা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সিকিমে আকস্মিক বন্যা, নিখোঁজ ২৩ সেনা

সিকিমে আকস্মিক এক বন্যায় ২৩ জন ভারতীয় সেনা নিখোঁজ হয়েছেন। আজ বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে সেনাবাহিনী। ইতোমধ্যে তাদের উদ্ধারে বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তিস্তা নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়। লাচেন উপত্যকায় চুংথাং বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ায় ১৫-২০ ফিট উচ্চতার পানির ঢল নামে, এতে করে বারডাংয়ে থাকা সেনা যান ভেসে যায়।

সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানায়, ইতোমধ্যে নিখোঁজ সেনাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার সারারাত ভারি বৃষ্টি হয় সিকিমে। প্রথমে লোহাঙ্ক লেক ভরাট হয়ে পানিতে তলিয়ে যায় বেশ কিছু রাস্তা। এরপর তিস্তা নদীর পানিও বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে সিকিম প্রশাসন। স্থানীয়দের রেকর্ড করা ভিডিওতে দেখা যায়, অনেক রাস্তা পানিতে ডুবে গেছে।

তবে এখনো কোনো হতাহত কিংবা বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, সিংটামে কয়েকজন নিখোঁজ রয়েছেন। ত্রাণ তৎপড়তা চলছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিকিমের লেকের পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার পানির উচ্চতা বেড়ে যায়। নিচু এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comment here