নিজস্ব প্রতিবেদক : সাম্প্রদায়িক রাজনীতির কারণে বিএনপি আন্দোলন, সমাবেশ, নির্বাচন সব জায়গাতেই ব্যর্থ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ঢাকা সিটি নির্বাচনের মতো, দলটির কালকের সমাবেশেও সফল হবে না।’
আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি পরাজিত হয়ে হতাশা থেকে আবোল তাবোল বক্তব্য দিচ্ছে। বিএনপি নেতারাই ঐক্যবদ্ধ নয়, তারা কীভাবে জনগণকে ঐক্যবদ্ধ করবে।’
যতদিন সাম্প্রদায়িক রাজনীতি করবে বিএনপি ততদিন নির্বাচন ও রাজনীতিতে পরাজিত হবে মন্তব্য করে কাদের। তিনি বলেন, ‘তাদের নেতিবাচক রাজনীতি পরাজয়ের কারণ। আওয়ামী লীগের ধারাবাহিক বিজয় অক্ষুণ্ণ থাকবে।’
কাদের বলেন, ‘ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির তালিকা দলীয় দপ্তরে ও প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে বলা হয়েছে। আর যেসব জেলায় যাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের এপ্রিলের মধ্যে সম্মেলন শেষ করতে বলা হয়েছে।’ আগামীকাল বিকেল ৪টায় ঢাকা মহানগরের নবনির্বাচিত মেয়র ও ঢাকার সংসদ সদস্যদের সঙ্গে বসা হবে বলেও জানান তিনি।
সিটি নির্বাচনে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ কিছু দুর্বলতা অবশ্যই আছে। এটা উত্তরণের জন্য মহানগরে ওয়ার্ড, থানায় সম্মেলন করে কমিটি করা হবে। আওয়ামী লীগের সাধারণ ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর ৯৮ জন, সংরক্ষিত ৩৪ জন, মোট ১৩২ জন। ১৬ জন বিদ্রোহী কাউন্সিলর বড় কোনো সংখ্যা নয়।’
Comment here