সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১০ জনের আহত হয়।
জানা যায়, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে দীর্ঘদিন যাবৎ ছালাম মেম্বার গ্রুপ ও রহম গ্রুপের মধ্যে বিবাদ চলে আসছিল।
সোমবার (১ জানুয়ারি রাত) ৮টায় উভয় পক্ষ লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে শাহজাদপুর সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান সহ থানা পুলিশ কয়েকটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে রাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
Comment here