সিরাজগঞ্জে স্কুল পর্যায়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

সিরাজগঞ্জে স্কুল পর্যায়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সজিবুল ইসলাম হৃদয়, নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে সদর উপজেলা পর্যায়ে ৪৮ তম জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন প্রতিযোগিতা -২০১৯ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় জেলার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতি সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার অায়োজনে উক্ত ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক অাহমদ। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দীন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক প্রমূখ।

অামণত্রীত্ব অথিতিরা তাদের বক্তব্যে বিজয়ী অভিনন্দন জানিয়ে মাদক থেকে নিজেকে দূরে রেখে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে নিজেকে যোগ্যতা এবং নৈতিক চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে ধরেন। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতারণ করা হয়।

উল্লেখ্য, উক্ত ক্রিয়া প্রতিযোগিতায় ফুটবলে পাইকপাড়া উচ্চ বিদ্যালয় কে হারিয়ে সয়েদাবাদ উচ্চ বিদ্যালয় (বালক) , এস বি এ রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজ কে হারিয়ে রহমতগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় (বালিকা), কাবাডি তে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে মিরপুর উচ্চ বিদ্যালয় (বালক), গৌরি অারবাম উচ্চ বিদ্যালয় কে হারিয়ে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় (বালিকা), হ্যান্ডবলে জ্ঞানদায়ীনী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ছাতীয়ামতলি মোড়গ্রাম টেকঃ স্কুল অ্যান্ড কলেজ (বালক) ও গৌরি অারবান উচ্চ বিদ্যালয় কে হারিয়ে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে।

Comment here