‘সিসি ক্যামেরায় অনিয়মের চিত্র দেখতে পাইনি’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

‘সিসি ক্যামেরায় অনিয়মের চিত্র দেখতে পাইনি’

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটের পরিবেশ ভালো বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

একটি কেন্দ্রে পর্যবেক্ষণে গিয়েছিলেন উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, ‘ঢাকার বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। দু-একটা কক্ষে ভোট চালু হয়েছে দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেছি। এজেন্ট একটা প্রার্থীর দেখেছি। প্রিসাইডিং অফিসার বলেছেন, কিছু কিছু তালিকা আসেনি, হয়তো পৌঁছাবে। ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি। আমরা সিসি ক্যামেরায় অনিয়মের কোনো চিত্র দেখতে পাইনি। পরিবেশ ভালো আছে।’

কোন প্রার্থীর এজেন্টকে দেখেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘নৌকা প্রতীকের এজেন্টকে পেয়েছি।’

একটি কেন্দ্র থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার বিষয়ে বেগম রাশেদা সুলতানা বলেন, ‘ফোন থাকায় সাংবাদিক বের করে দিয়েছেন প্রিসাইডিং অফিসার, এ জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি যখন গিয়েছি, তখন কিন্তু অনেক সাংবাদিক ছিলেন।’

advertisement…

সকাল থেকেই এই উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। এর কারণ সম্পর্কে বলতে গিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটার উপস্থিতি কম আমরাও দেখেছি। এটার কারণ হতে পারে খুব অল্প সময়ের জন্য। অভিজাত এলাকা, এ জন্য ভোটার হয়তো এ কারণেও আগ্রহী না। তবে প্রকৃত ঘটনা জানতে পারব পরে। ভোট পড়ার হার বাড়বে বলে আমরা ধারণা।’

একজন প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন, ওই প্রার্থী ভোট শেষ পর্যন্ত দেখতে পারতেন। যদি সকালেই ভোট বর্জন করেন, তাহলে তো উনি দেখতে পারলেন না শেষ পর্যন্ত কী হলো।

Comment here