সিয়াম-ঐশীকে নিয়ে পূজার ‘দোতারা’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

সিয়াম-ঐশীকে নিয়ে পূজার ‘দোতারা’

সময়ের জনপ্রিয় তিন তারকা অভিনেতা সিয়াম আহমেদ, কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা আর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। এবার এই তিনজনকে পাওয়া যাবে একসঙ্গে, একটি গানে। পূজার গাওয়া ‘দোতরা’ গানের মডেল হয়েছেন সিয়াম ও ঐশী। গানের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন তারা। উৎসব আমেজ নিয়ে এর ভিডিও নির্মাণ করেছেন তামিম রহমান অংশু।

 

দৈনিক মুক্ত আওয়াজ অনলাইনকে  পূজা বলেন, ‘ভিন্নধর্মী কথা ও সুরের একটি গান এটি। সচরাচর এই ধরনের গান গাওয়া হয় না।

গানটিতে কণ্ঠ দিয়ে ভালো লেগেছে। সুন্দর একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এর ভিডিও। আশা করি, গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’

শ্রাবণ সাব্বিরের কথায় ‘দোতরা’ গানের সুর-সংগীত করেছেন বিবেক মজুমদার। বৈশাখ উপলক্ষে গানটি প্রকাশ হবে ১১ এপ্রিল, ধ্রুব মিউজিক স্টেশনে (ডিএমএস)। এছাড়াও গানটি শোনা যাবে, ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Comment here