সুপ্রিম কোর্টে ট্রাম্পের মামলা খারিজ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টে ট্রাম্পের মামলা খারিজ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের চারটি স্টেটের নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে করা মামলা খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। চলতি সপ্তাহে টেক্সাসে দায়ের করা এই মামলায় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ফলাফল পাল্টে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। এই চারটি স্টেটে জো বাইডেন বিজয়ী হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের মামলাটিতে ১৮টি স্টেটের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১২৬ জন রিপাবলিকান সদস্যের সমর্থন রয়েছে। কিন্তু গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার কারণ হিসেবে বলেছে, টেক্সাসের কোন আইনি সক্ষমতা নেই মামলাটি করার।

আদালত বলেছেন, ‘যখন অন্য একটি স্টেট তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোন বিচারিক আগ্রহ থাকতে পারে না।’

এই আদেশ ট্রাম্পের জন্য আরও একটা ধাক্কা। কারণ এর আগে তিনি কোন তথ্য প্রমাণ ছাড়াই বলেছিলেন, নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্ধারিত হবে। এর আগে পেনসিলভানিয়াতে জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করেন আদালত।

নির্বাচনের পর থেকেই ট্রাম্প এবং তার সমর্থকরা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েক ডজন মামলা করেছে। কিন্তু কোনটায় জো বাইডেনের জয়কে উল্টে দেওয়ার কাছাকাছি আসতে পারেনি।

মার্কিন নির্বাচনে ডেমোক্রাটিক প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেকট্রোরাল কলেজ ভোট এবং ট্রাম্প পেয়েছেন ২৩২টি। দেশব্যাপী ট্রাম্পের চেয়ে ৭০ লাখ ভোট বেশি পান বাইডেন।

 

Comment here