সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

ঢামেক প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেল লাইনে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় ইমরান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আল রাফি (১৬) নামে তার এক সহপাঠী আহত হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলা কান্দাইলের দক্ষিণ পাড়ার শাহ আলম দেওয়ানের ছেলে। আর আহত রাফির বাড়িও একই এলাকায়। তার বাবা প্রবাসী কামাল মিয়া। তারা দুজনেই ভোলা কান্দাইলের মুজিবুর রহমান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ইমরান হোসেনের চাচা মো. আল আমিন জানান, সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় তার ভাতিজা ইমরান হোসেন। এরপর তার বন্ধুদের মাধ্যমে খবর পান ইমরান ও তার এক বন্ধু দুর্ঘটনায় আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন যে, ইমরান ও রাফিসহ পাঁচজন বন্ধু একসঙ্গে ঘুরতে বের হয়েছে। কুড়িল বিশ্ব রোড এলাকায় ট্রেন আসার সময় আল রাফি সেলফি তুলছিল, আর পেছনে দাঁড়িয়েছিল ইমরান। এ সময় ট্রেনের ধাক্কায় দুজনে আহত হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। আর আহত রাফিকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকার রেলওয়ে (কমলাপুর) থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুড়িলে রেল লাইনে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলতে গিয়ে দুজন আহত হয়। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেক জন চিকিৎসাধীন রয়েছে।

ইমরানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

Comment here