সৌদিতে কি আগামীকাল ঈদ? - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

সৌদিতে কি আগামীকাল ঈদ?

মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর নিয়ে মানুষের মধ্যে একটু কৌতূহল থাকে। কারণ কবে হবে ঈদ? ২৯ রোজার পর নাকি ৩০টি রোজাই হবে।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার যদি খালি চোখে কিংবা টেলিস্কোপের সাহায্যে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় তাহলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল শুক্রবার ঈদ অনুষ্ঠিত হবে। আর যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না না যায় তাহলে সৌদি আরবসহ এ অঞ্চলের দেশগুলোয় বসবাসকারী ব্যক্তিরা এবার ৩০টি রোজা রাখার সুযোগ পাবেন।

খবরে আরও বলা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ দেখা যেতে পারে। এমনটা হলে আগামী শনিবার (২২ এপ্রিল) সৌদিসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ জানাল জোতির্বিজ্ঞানীরা

এদিকে গালফ নিউজের প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে। খবরে বলা হয়, আগামী শনিবার (২২ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপন হতে পারে বলে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়ালের চাঁদ দেখার ওপর ঈদ উদযাপনের দিন নির্ভর করছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে বলেছে, আগামী বৃহস্পতিবার বেশিরভাগ আরব ও ইসলামিক দেশে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব। তাই তার ওপর ভিত্তি করে আগামী শনিবার ঈদ উদযাপন হতে পারে।

দেশটির আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ঈদের সম্ভাব্য তারিখ নিয়ে তাদের এ ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে করা হয়েছে। এ ছাড়া ঈদের সঠিক তারিখ নতুন চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

এদিকে শাওয়াল মাসের চাঁদ আগামীকাল শুক্রবার দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাহলে ২৯টি রোজার পর ঈদ হবে শনিবার। আর চাঁদ শনিবার দেখা গেলে ঈদ হবে রোববার। তখন ৩০টি রোজাই রাখতে পারবেন দেশের মুসলিমরা।

আরও পড়ুন: ঈদ হতে পারে শনিবার, জানাল আবহাওয়া অধিদপ্তর

রীতি অনুযায়ী ঈদুল ফিতর উদ্‌যাপনের তারিখ নির্ধারণে আগামীকাল শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ইসলামী শরিয়ত অনুযায়ী, খালি চোখে চাঁদ দেখার শর্তে চন্দ্র মাস শুরু হয়।

চলতি হিজরি সনের শাওয়াল মাসের ক্ষেত্রে চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২০, ২১ ও ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের স্থানাঙ্কে বলা হয়েছে, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১ দশমিক ৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়ীত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড।

Comment here