সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ সোমবার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ সোমবার

অনলাইন ডেস্ক ; সৌদি আরবে আজ শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে আগামীকাল রোববার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র রমজানের ৩০তম দিন পূর্ণ হবে। ফলে এসব দেশে আগামী সোমবার উদযাপিত হবে মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতর।

শনিবার সন্ধ্যার পর সৌদি আরবের রাজকীয় আদালত জানিয়েছে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২ মে ঈদুল ফিতর পালিত হবে এবং ১ মে রমজান মাসের শেষ দিন।

করোনা মহামারি শুরু হওয়ার এবারই প্রথম মুক্তভাবে ঈদ উদযাপন করবে সৌদি আরব। দুই পবিত্র মসজিদ- হারামাইন শরিফ ও মসজিদে নববিতে ঈদের নামাজের জন্য এবার কোনো অনুমতি লাগবে না। এ ছাড়া থাকছে না কোনো বিধিনিষেধ।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসাবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

 

Comment here