‘স্পষ্টবাদী ডা. জাফরুল্লাহ সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ছিলেন’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

‘স্পষ্টবাদী ডা. জাফরুল্লাহ সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ছিলেন’

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত স্পষ্টবাদী ডা. জাফরুল্লাহ চৌধুরী চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অসাধারণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আওয়ামী সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী অসাধারণ ভূমিকা রেখেছেন। তিনি দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন।’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মির্জা ফখরুল বলেন, ‘দেশ ও জনগণের কল্যাণে তার বলিষ্ঠ অবদানের স্বীকৃতি হিসেবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তাকে প্রথম স্বাধীনতা পদকে ভূষিত করেন।’

 

তিনি আরও বলেন, ‘আওয়ামী সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন এবং দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন তিনি। তার মৃত্যুতে আমি শোকাহত।’

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল।

 

Comment here