ঢাকাসমগ্র বাংলা

সড়কে পরিবহন সঙ্কট,শুরু হলো প্রথম কর্ম দিবস

নাড়ির টানে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে গিয়েছিলেন গ্রামে। এবার চিরচেনা যানজটের শহরে আবার ফিরে এলেন জীবিকার তাগিদে। ঈদুল ফিতরের ছুটি শেষে আজ রোববার অফিস খুলেছে। তাই গতকাল শনিবার ঢাকামুখী বাস, ট্রেন, লঞ্চে ভিড় ছিল চোখে পড়ার মতো। ফিরতি পথে মহাসড়কে যানজট কম থাকায় যাত্রীদের চোখেমুখে ছিল শান্তিপূর্ণ ভ্রমণের আনন্দ।

এবার রোজার ঈদের ছুটি ছিল ৪ থেকে ৬ জুন। তার আগে ২ জুন ছিল শব-ই-কদরের ছুটি। মাঝখানে ৩ তারিখ যারা ছুটি নিতে পেরেছেন তারা দুই দিকে শুক্রবার-শনিবার মিলিয়ে ৯ দিনের ছুটি পেয়েছিলেন।

ঈদের আগে পরে বাড়তি ছুটি থাকায় এবং মহাসড়কে যানজট তুলনামূলক কম থাকায় এবার ঈদযাত্রা আগের সব বছরের চেয়ে কিছুটা স্বস্তিদায়ক হয়েছে।

তবে ছুটির পর প্রথম কর্মদিবস আজ রোববার সকালেও ঢাকায় ছিল ছুটির আমেজে। অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। রাজপথেও সেই চিরচেনা ভিড় এখনো শুরু হয়নি।

মেরুল বাড্ডা এলাকায় আকাশ পরিবহনের এক চালক বলেন, ‘ঈদের মধ্যে ঢাকার অনেক বাস আশপাশের বিভিন্ন জেলায় খ্যাপ মারতে গেছে। তাই রাজধানীতে বাস এখনো অনেক কম। তবে দুই-এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

Comment here

Facebook Share