হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সন্ধ্যায় বাসায় ফিরবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ‘এভারকেয়ার হাসপাতাল থেকে আজ মঙ্গলবার বিকেল ৫টার পর বেগম খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনও বিষয়টি অবহিত করেছেন।

উল্লেখ্য, গত ২২ জুন রাত ৩টা ৩০মিনিটে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

Comment here