জাতীয়

১৫ মে পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিমানের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ মে পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ থাকবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এ সময় বিমানের বাণিজ্যিক চার্টার্ড ফ্লাইট চলবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী ৭ মে পর্যন্ত চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের সময় বাড়িয়েছে। একই সময় পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটও বন্ধ থাকবে।

Comment here

Facebook Share