নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুভার্বে আদালত বন্ধ থাকায় অস্বচ্ছল আইনজীবীদের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিনা সুদে ঋণ দিচ্ছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। এই ঋণের জন্য ২৮ শতাধিক আইনজীবী আবেদন জমা দিয়েছেন।
এর মধ্যে ই-মেইলে আবেদন জমা পড়েছে ২ হাজার ২৬২টি। আর স্বশরীরে ছয় শতাধিক আবেদন জমা দিয়েছে বলে সমিতির একটি সূত্র জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন দৈনিক আমাদের সময়কে বলেন, ‘সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ এপ্রিল থেকে সমিতির সদস্যদের বিনা সুদে ঋণের আবেদন আহ্বান করা হয়। ইতিমধ্যে সমিতির দুই হাজারের বেশি সদস্য আবেদন দায়ের করেছে। এখন তাদের আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে। কত পরিমাণে ঋণ দেওয়া যায়, কীভাবে দেওয়া যায় এসব বিষয়গুলো ভেবে দেখা হচ্ছে। আমরা খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘সমিতির সদস্যদেরকে তিন বছরের জন্য বিনা সুদে এই ঋণ দেওয়া হচ্ছে। সমিতি যেহেতু একটি কল্যাণকামী সংগঠন। তাই সদস্যদের কল্যাণে সংগঠনের অভ্যন্তরীণ অর্থ দিয়েই এই ঋণ দেওয়া হচ্ছে। সদস্যদের কল্যাণে সর্বোচ্চ যতটুকু করা যায়, তা আমরা করব।’
প্রসঙ্গত, গত ২৪ মার্চ থেকে সর্বোচ্চ আদালত বন্ধ রয়েছে। এতে করে সাধারণ আইনজীবীদের অনেকেই অর্থসংকটে পড়েছেন। এ অবস্থায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি বিনা সুদে সমিতির সদস্যদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সমিতির বর্তমান সদস্য প্রায় ৮ হাজার।
Comment here