দিল্লীতে মুসলিম হত্যার প্রতিবাদের শিবপুরে বিক্ষোভ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দিল্লীতে মুসলিম হত্যার প্রতিবাদের শিবপুরে বিক্ষোভ

জসিম উদ্দীন, নরসিংদী প্রতিনিধি :  ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন সিএএর’র প্রতিবাদ করায় দেশটির রাজধানীতে হিন্দুত্ববাদীদের সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অগ্নিসংযোগের প্রতিবাদে  নরসিংদী শিবপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে শিবপুরে তৌহিদী জনতার  উদ্যোগে এ মিছিল বের করা হয়।
নরসিংদী শহরের নিকটে শিবপুর উপজেলার পুটিয়া ত্রিমোহনী মোড়ে মিছিল হয় শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন পুটিয়া এবং আয়ূবপুর ইউনিয়নের শান্তিপ্রিয় তৌহিদী জনতা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী হয়ে সন্ত্রাসী মোদী নিরীহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, নির্বিচারে গুলি করে মুসলিম হত্যা করছে। মসজিদ-মাদ্রাসা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মিনারে হনুমানের পতাকা লাগিয়েছে। এসব কাজ বিশ্বের ৪০০ কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ইসলাম ও মুসলিমবিদ্বেষী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না বলেও জানান বক্তারা।
এসময় তাদের স্লোগানের ছিল একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, বদর এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, আমার ভাই মরলো কেন মোদি তুই জবাব দে, গণহত্যা বন্ধ কর করতে হবে।

Comment here