অনলাইন ডেস্ক : দুই জাহাজের সংঘর্ষে মাঝ নদীতে ঢুবে গেছে বাংলাদেশি একটি জাহাজ। আজ বৃহস্পতিবার সকালে ভারতের হুগলি নদীতে ডুবে গেছে ‘এমভি মমতাময়ী মা’ নামে পণ্যবাহী জাহাজটি।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পণ্যবাহী বাংলাদেশি জাহাজটি কলকাতা বন্দরের দিকে আসছিল। এ সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি জাহাজের সঙ্গে হঠাৎ সংঘর্ষ হয়। এতে বাংলাদেশি জাহাজটি কাত হয়ে যায়। পরে পানি ধীরে ধীরে সেটি ডুবতে শুরু করে।
ঘটনার পর পরই কলকাতা পুলিশের রিভার ট্রাফিকের স্পিডবোট ঘটনাস্থলে পৌঁছায়। ১৩ জন নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও মাঝ নদীতে জাহাজটি ডুবে যাওয়া আটকানো সম্ভব হয়নি।
পরে অন্য জাহাজের সাহায্যে ডুবে যাওয়া জাহাটিকে পাড়ে টেনে আনা হয়। কলকাতা বন্দর কর্তৃপক্ষ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
কলকাতা বন্দরের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, ‘আমরা খবর পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে-ঠিক কী কারণে জাহাজটি ডুবে গেল।’
তবে ডুবে যাওয়া জাহাজে কেউ আটক পড়েছেন কিনা-বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত হতে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা তল্লাশি শুরু করেছেন।
বজবজে মাঝগঙ্গায় তলিয়ে গেল ভিন্দেশি বার্জসবিস্তার: http://bit.ly/3cO97OW
Posted by Anandabazar Patrika on Thursday, March 12, 2020
Comment here