কর্মকর্তা করোনায় আক্রান্ত, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

কর্মকর্তা করোনায় আক্রান্ত, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন

নিজস্ব প্রতিবেদক : অগ্রণী ব্যাংকের একজন কর্মকর্তার দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ঢাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির প্রিন্সিপাল শাখা লকডাউন করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল থেকে শাখাটি লকডাউন করা হয়েছে বলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই শাখার সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আর এই ব্রাঞ্চটা যেহেতু বন্ধ হয়ে গেছে সে কারণে এই ব্রাঞ্চের কিছু কার্যক্রম আমিন কোর্ট শাখা থেকে পরিচালনা করা হবে।’

মতিঝিলের অগ্রণী ব্যাংক ভবনের নিচতলার পুরোটা জুড়ে প্রিন্সিপাল শাখা। তবে মূল কার্যালয়ের প্রবেশপথ আলাদা। করোনা আক্রান্ত ওই কর্মকর্তা রেমিটেন্স শাখায় কাজ করতেন। অগ্রণী ব্যাংকের ওই শাখায় ৪০৭ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন।

আক্রান্ত কর্মকর্তার একজন সহকর্মী বলেন, ‘রোববার অফিসে আসার পর অসুস্থ বোধ করলে বাসায় ফিরে যান তিনি। করোনা বলে সন্দেহ হলে তিনি আইইডিসিআরে যোগাযোগ করেন। পরে তার নমুনা পরীক্ষায় ফল পজেটিভ আসার পর বুধবার ব্যাংকের ৬৪ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়।’

Comment here