নিজস্ব প্রতিবেদক :সিলেটের ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে সন্তান প্রসবের পর জানা গেলে মা করোনায় আক্রান্ত। আজ সোমবার সকালে তাকে সেখান থেকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
আক্রান্ত নারীর বয়স ২৫ বছর। তিনি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সুনামগঞ্জে দুজন করোনায় আক্রান্ত হলেন, দুজনই নারী।
জানা গেছে, সম্প্রতি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার সিজার হয়। এরপর তার মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে হাসপাতালটির পরীক্ষাগারে বিশেষায়িত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) মেশিনে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তাকে সেখান থেকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুশান্ত মহাপাত্র বলেন, ‘ওই নারীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তাই তার চিকিৎসার জন্য আজ সকালেই আমাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
Comment here