রাতে প্রেমিকার বাড়িতে ঢুকে ধর্ষণ! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রাতে প্রেমিকার বাড়িতে ঢুকে ধর্ষণ!

দাউদকান্দি প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহিদুল ইসলাম ভূঁইয়া নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কলেজছাত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাটাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত জাহিদুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, জাহিদুল উপজেলার মারুকা ইউনিয়নের কাটরাপাড়া গ্রামের আলী নেওয়াজ ভূঁইয়ার ছেলে। অন্যদিকে ভুক্তভোগী বরকোটা স্কুল এন্ড কলেজের এ বছরের এইচএসসি পরীক্ষার্থী।

ভুক্তভোগী বলেন, ‘কলেজে আসা যাওয়ার পথে জাহিদুল ইসলাম তাকে বিরক্ত করত এবং বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিত। অভিভাবকদের জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে, ভয়ে জাহিদের প্রেমের প্রস্তাবে রাজি হই। বিয়ে করবে বলে আমার সঙ্গে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করে জাহিদুল।’

তিনি বলেন, ‘গত শনিবার রাতে আমার মা-বাবা বাড়িতে না থাকায় রাত সাড়ে ১০টায় জাহিদুল আমাদের বাড়িতে আসে এবং আমাকে ধর্ষণ করে। আমার চিৎকারে ছোট ভাই ঘুম থেকে উঠে ঘটনা দেখে ও এলাকার লোকজন ডেকে আনতে গেলে এ ঘটনা যেন কাউকে না জানানোর হুমকি দিয়ে জাহিদুল পালিয়ে যায়।’

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম আজম বলেন, ‘ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জাহিদুল ইসলাম ভূঁইয়া শারীরিক সম্পর্ক করে। পরে তাকে বিয়ে করবে না বলে জানালে ওই ছাত্রী থানায় একটি ধর্ষণের অভিযোগ দেন। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে জাহিদুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Comment here