নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। একদিনে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯২ জনের। এই নিয়ে দেশে ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত হলো।
দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনসহ করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন। নতুন মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১০ জন নারী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ৭৪৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন। এছাড়া একদিনে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯২ জনের। এই নিয়ে দেশে ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত হলো।
বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৪টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি নমুনা।
Comment here