যশোরে আওয়ামী লীগের কর্মসুচী পালন:তারেক জিয়ার ফাঁসির কার্যকর দাবি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

যশোরে আওয়ামী লীগের কর্মসুচী পালন:তারেক জিয়ার ফাঁসির কার্যকর দাবি

উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার )যশোরঃ ভয়াল ২১ আগস্টের স্মরণসভায়  যশোরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনার নায়ক তারেক জিয়াসহ দণ্ডপ্রাপ্তদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। একইসাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেছেন।

২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যেশে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী হত্যার রায় কার্যকর করা ও শহিদদের  আত্মার মাগফেরাত কামনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের গাড়িখানাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এদাবি তোলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যুগ্ম সম্পাদক সাবেক এমপি অ্যাড মনিরুল ইসলাম মনির, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু, ত্রাণ সম্পাদক সুখেন মজুমদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইসচেয়ারম্যান মিলি, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক বোস, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবীর পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড আলী রায়হান, মেহেদী হাসান মিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশীদ, স্বাস্থ্য সম্পাদক ডাক্তার এম এ বাশার, উপদফতর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, উপপ্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, বন ও পরিবেশ সম্পাদক সাইফুদ্দিগন সাইফ, সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সামির ইসলাম পিয়াস, আনোয়ার হোসেন মুস্তাকসহ নেতৃবৃন্দ। পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মজিবুদ্দৌলা কনক।

সকালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রেসক্লাব যশোরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয়  সভাপতি শেখ আতিকুর রহমান বাবু। সংগঠনের জেলা শাখার আহবায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লিবারেশন ফোর্স জেলা শাখার উপপ্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজহারুল ইসলাম মন্টু, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেল্ াআওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুস সবুর হেলাল।

এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধাখায়রুজ্জামান রয়েল, বীর মুক্তিযোদ্ধাশাহাদৎ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে হীরক চৌধুরী, তাজুল ইসলাম, আমিরুল অপু, রকিবুল ইসলাম বাবু  উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস প্রমুখ। পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ হৃদয়।

প্রেসক্লাব যশোরের সামনে জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য  আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে  বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, যুগ্মসম্পাদক সমীর কুন্ডু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবীর, দফতর সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকন, প্রচার সম্পাদক রাফেত রেজা রতন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের  মফিজুর রহমান ডাব্লু, সহসভাপতি আসাদুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ প্রমুখ।

জেলা পরিষদ মিলনায়তনে যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বীরমুক্তিযোদ্ধা সভাপতি শহিদুল ইসলাম মিলন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের  সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু, উপপ্রচার সম্পাদক লুতফুল কবির বিজু, সদস্য সামির ইসলাম পিয়াস, জেলা যুবলীগের সদস্য কেরামত আলী, জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহমেদ রিমু, সহসভাপতি রুহুল কুদ্দুস, সহসভাপতি রনি হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, শিমুল সরদার, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, রাকিবুল আলম হিরণ, মারুফ হোসেন প্রমুখ। পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম, তানভীর আহম্মেদ রিয়েল।

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুব মহিলালীগের উদ্যোগে ২১ আগস্ট হামলার প্রতিবাদে ও ১৫ আগস্ট স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী।

বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু। ৭নম্বর যুব মহিলালীগের সভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফয়সাল খান,সাবেক কাউন্সিলর সন্তোষ দত্ত, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুবিজুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন, জেলা বুমহিলা লীগের সহসভাপতি নাজমা ইমাম, মাহমুদা হক বেবী,হাসিনা বেগম, নাসিমা বেগম যুগ্ম সম্পাদক নাজনীন আফরোজা প্রমুখ।  পরিচালনা করেন ৭ নম্বর যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক পলি আক্তার।

জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার শহীদদের স্মরণে শহরের বারান্দীপাড়া বৌ বাজার এলাকায় বাংলাদেশ মহিলা সমিতির নেত্রী আয়েশা সিদ্দিকী (খুকমনী)’র আয়োজনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা এসএম কামরুজ্জামান চুন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাইজু জামান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি দিলারা বেগম, মহিলা লীগ নেত্রী ফাতেমা আনোয়ার, নাদিরা নাসরিন, শিরিন আখতার বেগম প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন আয়েশা খুকু।

অনুষ্ঠানের শুরুতে ১৫ ও ২১ আগস্ট শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Comment here