ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের চাকায় যান্ত্রিক ত্রুটির দেখা দেয়। উড়োজাহাজটিতে ১১০ জন যাত্রী ছিলেন। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এ ঘটনায় এক ঘণ্টা ধরে রানওয়েতে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল।
থাইল্যান্ড থেকে ১১০ জন যাত্রী নিয়ে শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৪টা ২৬ মিনিটে শাহজালাল বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, বিকেলে ইউএস-বাংলার একটি ফ্লাইট নামার সময় চাকা ফেটে যায়। এক ঘণ্টার মধ্যেই বিমানটি রানওয়ে থেকে সরানো হয়। তবে এ ঘটনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যগুলোর কোনোটিরই ফ্লাইট দেরি হয়নি বলেও জানান তিনি।
Comment here