অনলাইন ডেস্ক : চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে। সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারে’ প্রকাশিত তথ্যমতে ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। সারা বিশ্বে ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে তাতে আইসোলেশন ওয়ার্ড তৈরি অনেক দেশের জন্যই একটি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সেই সমস্যা সমাধানে মাঠে নেমেছে ভারতের রেল মন্ত্রণালয়।
গত বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রেল কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করার প্রস্তাব করা হয় এবং রেল কম্পার্টমেন্টকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল শনিবার আইসোলেশন ওয়ার্ডের এসব ছবি দিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের করা টুইটের বরাতে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সম্প্রচার মাধ্যম জিনিউজ ।
যেসব এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি হবে সেসব এলাকার নিকটবর্তী স্টেশনে পাঠিয়ে দেওয়া হবে ওইসব কোচ। রেলবোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, ওইসব কোচে আইসিইউ থাকবে। রাখা হবে প্রয়োজনীয় ওষুধও।
Comment here