চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ হওয়ার ৪০ ঘন্টার মধ্যে ভিকটিমের লাশ উদ্ধারসহ ৩ আসামী গ্রেফতার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ হওয়ার ৪০ ঘন্টার মধ্যে ভিকটিমের লাশ উদ্ধারসহ ৩ আসামী গ্রেফতার

মোঃ আবু হানজালা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : অপহরণ, খুন ও গুমের  ৪০ (চল্লিশ)  ঘন্টার মধ্যে  ভিকটিমের লাশ উদ্ধারসহ অপহরণ, খুন ও গুমের  সাথে জড়িত থাকা ৩(তিন)  আসামীকে গ্রেফতার করেছে  চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
 চাঁপাইনবাবগঞ্জ জেলার  গোমাস্তাপুর থানা নিবাসী মোঃ সিহাব, পিতা -মোঃ সফিকুল ইসলাম, সাং- ধলখৈর, গত ৩১/০৮/২০২০ তারিখ  নিখোঁজ হয়। নিখোজের পরিবার গোমাস্তাপুর থানায় নিখোঁজ ডায়েরি করলে পুলিশ সুপার জনাব এএইচএম আব্দুর রকিব, বিপিএম পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মহোদয়ের তত্ত্বাবধানে গোমাস্তাপুর থানা পুলিশ জেলা গোয়েন্দা শাখার সহায়তায় তদন্তে নামে।তদন্তের এক পর্যায়ে ১নং আসামী গোমাস্তাপুর থানার, ছোট  দাদপুর গ্রামের, মোঃ আফজাল হোসেনের ছেলে (১) মোঃ আব্দুল হাকিম(৩২) কে ভোলাহাট থেকে  গ্রেফতার করা হয়। ১নং আসামীর দেওয়া তথ্যমতে ২নং আসামী শিবগঞ্জ থানার, কর্নখালী গ্রামের, মোঃ আব্দুল সালেকের ছেলে (২) মোঃ সুজন আলী (২২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞেসাবাদে জানা যায়  তারা যোগসাজসে পূর্বপরিচিত ভিকটিমের নতুন কেনা ব্যাটারী চালিত ভ্যান ছিনতায়ের উদ্দেশ্যে গোমাস্তাপুর থানাধীন যাতাহারা বাজার  থেকে  ভ্যান ভাড়া করে। যাতাহারা বাজারের বরেন্দ্র কলেজের সামনে পাকা রাস্তা হতে আনুমানিক ৩০০ গজ দূরে আখের খেতে ভিকটিমকে নিয়ে  যায়।
সেখানে আসামীদ্বয় মোঃ সিহাবকে আখের পাতা দিয়ে হাতপা  বেধে ফেলে এবং ভিকটিমের পরিহিত গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে  অটো ভ্যান নিয়ে পালিয়ে যায়। আসামীদের  তথ্যমতে ৩নং আসামী গোমাস্তাপুর থানার কাশিয়াবাড়ী গ্রামের, মৃত তফের আলীর  ছেলে (৩) মোঃ মোয়াজ্জেম আলীর বাড়ি থেকে ভ্যানটি উদ্ধার করা হয়।

Comment here