সারাদেশ

ঢাকার বাইরে সংক্রমণ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার করোনা বিষয়ক সর্বশেষ যে বুলেটিন দিয়েছে তাতে দেখা গেছে, নতুন করে আরও ২৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৬ ভাগের বেশিই ঢাকার বাইরের।

এতে দুইজনের মৃত্যুর কথাও বলা হয়েছে। দু’জনই সিলেটের বাসিন্দা।

করোনা মহামারি শুরুর পর থেকে রাজধানী ঢাকাতেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশি ছিল। কিন্তু বর্তমান চিত্র থেকে ভিন্ন আভাস পাওয়া যাচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জন।

বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে দু’জন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন।

 

Comment here

Facebook Share