বরিশাল প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে কোমরে দঁড়ি বেঁধে তিন কিশোরকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে কিশোর নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেলা পুলিশ সুপারের নজরে আসলে তাদের গ্রেপ্তার করা হয়।
বাকেরগঞ্জর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার এক আত্মীয়ের মোবাইল চুরির অভিযোগে ওই তিন কিশোরকে দঁড়ি দিয়ে বেঁধে নির্যাতন করেন বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস সরদার এবং তার সহযোগী মিজান মাঝি। এ সময় সেখানে উপস্থিত এক ব্যক্তি নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বরিশালের পুলিশ সুপারের নজরে আসে। তিনি ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার নির্দেশ দেন।
এ ঘটনায় নির্যাতিত এক কিশোরের বাবা আয়নাল মিরা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি আবুল কালাম আজাদ।
বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা বের করার চেষ্টা চলছে।’
Comment here