নরসিংদীর মাধবদীতে মাদক সম্রাট ডন কামাল গ্রেফতার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

নরসিংদীর মাধবদীতে মাদক সম্রাট ডন কামাল গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর জেলাধীন সদর উপজেলার মাধবদীর থানার পাইকারচর ইউনিয়ন দক্ষিন চরভাসানিয়া গ্রামের মৃত মিছির আলীর ছেলে ও পাইকারচর ইউপি সদস্য তালিব আলীর ভাতিজা মাদক সম্রাট ডন কামালকে ১৭ আগস্ট রাতে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। এ সময় তার নিকট ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কামাল দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মাদক বিক্রি করে আসছে।

তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।পুলিশ জনায়, মাধবদীর বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চরভাসানিয়া এলাকায় ডন কামালকে গ্রেফতার কারার জন্য তার এলাকা ঘেরাও করা হয়। পরে সে পালিয়ে যাওয়ার সময় পুরানচর মহা রাজ্যের আশ্রম সংলগ্ন নদীর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ওসি আবু তাহের দেওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচলনা করেন। এসময় সাথে ছিলেন উপ-পরিদর্শক (এস,আই) এনায়েত কবির মামুন, মীর কায়েস, মনির হোসেন ও সহকারী-উপ-পরিদর্শক (এ,এস,আই) বেলাল হোসেন,সঞ্জয় কুমার।

তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তির নিঃস্বাস ফেলেছে এবং মাদকের অভিশাপ থেকে এলাকা বাসী মুক্তি পাবে বলে ধারনা করছে।

Comment here