ঢাকাসমগ্র বাংলা

প্রভাব শালী নেতাদের দুই’গ্রুপের সংঘর্ষে ঘরবাড়ি ভাংচুর অন্তত ৫ জন আহত

মোঃশামিম আহাম্মদ রিপোর্টারঃ গাজীপুরের টংগী কলেজ গেট শফিউদ্দিন রোড এলাকায় প্রভাব শালী দুই’গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে।  শনিবার রাতে এ সংঘর্ষ চলাকালে এলাকার অন্তত ৩টি বাড়ি ভাংচুর করা হয়েছে।
এলাকাবাসী জানায়,দুই গ্রুপের কথা কাটা কাটি বিষয়  নিয়ে উত্তেজনা তৈরি হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এসময় উভয়পক্ষের হামলা পাল্টা হামলায় কমপক্ষে ৭ জন আহত হয়। এছাড়াও ৩টি বাড়ি ভাংচুর করা হয় রাস্তায় কাজ করতে আসা লেবার দের কাছে লোহার রোড চাইলে না দেওয়ার কারনে  গরিব মানুষদের উপর হামলা চালায় দুইজনকে কুপিয়ে জঘম করেছে দুরবৃত্তরা এবং আর ৫জন কে লোহার রোড দিয়ে আঘাত করে আহত করা হয় তাদের কাছে থাকা মোবাইল টাকা পয়সা লুটপাট করে নিয়ে পালিয়ে যায়।  আহত দের ঢাকা ইম্পেরিয়াল হাস্পাতালে ভর্তি করা হয়।

Comment here

Facebook Share