বগুড়ার শেরপুরে কর্মহীন ২৫’শ পরিবারকে ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বগুড়ার শেরপুরে কর্মহীন ২৫’শ পরিবারকে ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ২৫’শ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার।
জানা যায় উপজেলার ১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষদের মাঝে বিতরণ করা হবে এই চাল। এছাড়াও প্রত্যেক ইউনিয়নে শিশু খাদ্য ক্রয় করার জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে যারা ঘর থেকে বাহিরে কাজ করে দিনাতিপাত করতে পারছেনা যেমন, গরীব, দিনমজুর, কুলি, হোটেল শ্রমিক , রিক্সা ও ভ্যান চালকদের ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার।
ইতিমধ্যে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের কাছে বরাদ্দের কপি প্রেরণ করা হয়েছে। ৩০ মার্চ সোমবার থেকে উল্লেখিত মানুষগুলোর মধ্যে স্ব স্ব ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হবে। সরকারি বিধি মোতাবেক ৩ ফুট সামাজিক দুরত্ব বজায় রেখে এ চাল গ্রহন করার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী শেখ জানান, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২৫’শ পরিবারকে ১০ কেজি করে ২৫ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছেন। এছাড়াও প্রত্যেক ইউনিয়নে শিশু খাদ্য ক্রয়ের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ৩০ মার্চ সোমবার থেকে চাল বিতরণ শুরু হবে। তবে অবশ্যই সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে এই চাল গ্রহন করতে হবে।

Comment here