বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় পরীক্ষা স্বাগতিক ইংল্যান্ড। সাম্প্রতিক পারফরমেন্স আর স্বাগতিক দেশ বিবেচনায় ইংলিশদের বলা হচ্ছে, এই বিশ্বকাপের টপ ফেবারিট। আগামীকাল শনিবার বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দেশটির অধিনায়ক বলেছেন, বাংলাদেশকে তারা ছোট করে দেখছেন না।
আগামীকাল বিকেল সাড়ে ৩টায় স্মৃতিবিজড়িত কার্ডিফে ইংল্যান্ডের মুখোমুখি হবেন মাশরাফীরা। এই ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে আজ শুক্রবার ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গান বলেন, ‘আমি মনে করি, অনেকে বাংলাদেশকে ছোট করে দেখে, কিন্তু আমরা সেভাবে দেখছি না।’
সাকিব-মুশফিকদের খেলা নিয়ে মর্গান বলেন, ‘তাদের (বাংলাদেশ) অনেক খেলোয়াড় আছে, অনেক ম্যাচ খেলেছে। এমনকি আমাদের অনেক সিনিয়র খেলোয়াড়দের থেকে বেশি খেলেছে।’
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মাশরাফীরা শুরু করেন বিশ্বকাপের স্বপ্নযাত্রা। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেটের হারের পরও হাততালি পাচ্ছেন টাইগাররা। মর্গান বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনেক ভালো খেলেছে এবং নিউজিল্যান্ডকেও অনেক চাপে রেখেছিল।’
অতীতের কথা স্মরণ করে এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘আপনি যদি পেছনে তাকান, একদম শুরুর দিকে, আমি মনে করি তারা এগিয়েছে। আমার স্মরণে আছে, তারা এখানে (কার্ডিফে) ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল।’
এর আগে টানা দুই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ২০১১ সালে চট্টগ্রামে হারানোর পর পরের বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়েছিল টাইগাররা। বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সে সুখস্মৃতি নিয়ে আগামীকাল কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে মাঠে নামবে বাংলাদেশ।
Comment here