নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মেলার সময় আরও দুই দিন বেড়ে আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। আজ সোমবার সন্ধ্যায় শেরে বাংলা নগরে বাণিজ্যমেলার সচিবালয়ের বাণিজ্য সচিব জাফর উদ্দীন এ তথ্য জানান।
বাণিজ্য সচিব বলেন, ‘ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আবারও মেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে।’
মূলত দুটি শুক্রবার বন্ধ থাকায় ব্যবসায়ীরা আজও মেলার সময় বাড়ানোর দাবি করেছিল। বাণিজ্যমন্ত্রীও মেলার সময় বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে মেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।
এর আগে, গত ১০ জানুয়ারি শুক্রবার মেলাপ্রাঙ্গণের পাশে পুরাতন তেজগাঁও বিমানবন্দরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরুর অনুষ্ঠান থাকায় নিরাপত্তার কারণে সেদিন পূর্ণদিবস মেলা বন্ধ থাকে।
এরপর ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে ৩১ জানুয়ারি শুক্রবার এবং ১ ফেব্রুয়ারি শনিবারও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত হলে মেলার সময় ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এ ছাড়া ৮, ৯ ও ২২ জানুয়ারি অধাবেলা করে মেলা বন্ধ থাকে।
ছুটির দিনগুলোতে মেলা চালাতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর আবেদন ছিল তাদের।
Comment here