জাতীয়

‘বি পজেটিভ’ রক্ত প্রয়োজন এরশাদের জন্য

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের জন্য ‘বি পজিটিভ’ রক্ত প্রয়োজন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক ক্ষুদেবার্তার মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

ক্ষুদেবার্তায় বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসার জন্য ‘বি পজেটিভ’ রক্ত প্রয়োজন। দিতে আগ্রহীরা সিএমএইচে যোগাযোগ করুন।’

বর্তমানে জাপা চেয়ারম্যানকে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা খুব ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে সিঙ্গাপুরে নিয়ে যাওয়াও সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় গত ২২ জুন থেকে সিএমএইচে ভর্তি আছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

Comment here

Facebook Share