বিশ্বকাপে সর্বকালের সেরাদের তালিকায় উঠে এলেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপসহ চারটি বিশ্বকাপ খেলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে উঠে এসেছেন সাকিব। বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে ভারতীয় কিংবদন্তি শচিন রমেশ টেন্ডুলকার। ৪৫ ম্যাচে তার মোট রান ২ হাজার ২৭৮।
সাকিবের রান ২৯ ম্যাচে (চলতি ম্যাচসহ) ১ হাজার ১১৩। পাকিস্তানের বিপক্ষে তিনি এখনো ৩১ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার তিলারেত্ন দিলশানকে সরিয়ে নয় নম্বর স্থান দখল করেছেন সাকিব। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকিং পন্টিং। ৪৬ ম্যাচে তার মোট রান ১ হাজার ৭৪৩ রান।
সেরা দশে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার অবস্থান তিন নম্বরে (১ হাজার ৫৩২), ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা চার নম্বরে (১ হাজার ২২৫), দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স পাঁচ নম্বরে (১ হাজার ২০৭), উইন্ডিজ ড্যাশিং ওপেনার ক্রিস গেইল ছয় নম্বরে (১ হাজার ১৮৬), শ্রীলংকার সনাথ জয়াসুরিয়া সাত নম্বরে (১ হাজার ১৬৫), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস আট নম্বরে (১ হাজার ১৪৮), শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান ১০ নম্বরে (১ হাজার ১১২) অবস্থান করছেন।
বিশ্বকাপে দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেও সাকিবের ব্যাটে রানের গতি বেড়েই চলছে। আট ম্যাচ খেলে ৫৭৩ রান সংগ্রহ করেছেন (চলতি ম্যাচে এখনো অপরাজিত), যাতে দুটি শতকের সঙ্গে চারটি অর্ধশত রানের ইনিংস রয়েছে তার। ৯০.৩৩ গড়ে এ রান সংগ্রহ করেন তিনি। এবারের আসরে মোট রান সংগ্রাহকের তালিকায় এখন শীর্ষে আছেন সাকিব।
সাকিব এই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচসহ আট ইনিংসে ব্যাট করতে নেমেছেন। একটি মাত্র ইনিংসে আউট হয়েছেন ৪১ রান করে। আর সবকটিতে ৫০ রানের বেশি করেছেন। তারমধ্যে আছে দুটি সেঞ্চুরিও।
Comment here