ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি )। আজ শুক্রবার প্রকাশিত টিকিটের মূল্য তালিকায় সর্বোচ্চ ১ হাজার ও সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচের খেলা হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।
টিকিটের মূল্য সর্বোচ্চ ১ হাজার থেকে ও সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার, ক্লাব হাউজ ৩০০, ইস্টার্ন গ্যালারি ১৫০, গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারির জন্য ১০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর ১টায়। শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
Comment here