কয়েক সপ্তাহের মধ্যেই আসছে করোনাভাইরাসের ভ্যাকসিন : ইসরায়েল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

কয়েক সপ্তাহের মধ্যেই আসছে করোনাভাইরাসের ভ্যাকসিন : ইসরায়েল

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে বলে দাবি করছে ইসরায়েলের বিজ্ঞানীরা। কয়েক সপ্তাহের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ শেষ হবে এবং ৯০ দিনের মধ্যে তা সাধারণ মানুষের কাছে পৌছে যাবে।

ইসরায়েলের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’।

এই ভ্যাকসিন তৈরি করার জন্য দ্য গ্যালিলি রিসার্চ ইনস্টিটিউটকে (এমআইজিএল) অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের বিজ্ঞান এবং প্রযুক্তিমন্ত্রী ওফির আকুনিস।  তিনি বলেন, ‘এই যুগান্তকারী পদক্ষেপের জন্য এমআইজিএল’কে অভিনন্দন। কোভিড-১৯ হুমকি মোকাবিলায় এই পদক্ষেপ  দ্রুত অগ্রসর হবে।’

মিগাল বিজ্ঞানীদের একটি দল মুরগীতে সংক্রামক ব্রঙ্কাইটিস ভাইরাস (আইবিভি) এর জন্য একটি  ভ্যাকসিন প্রস্তুত করেছে।  দেশটির ভ্যাটেরিনারি ইনস্টিটিউটে চালিত ল্যাব পরীক্ষায় এই ভ্যাকসিনটি করোনাভাইরাসের চিকিৎসায় বেশ কার্যকরী ভূমিকা রেখেছে বলে জানানো হয়েছে।  এটি হবে ওরাল ভ্যাকসিন।

এমআইজিএল সিইও ডেভিড জিগডন বলেছেন, ‘করোনভাইরাস ভ্যাকসিনের জরুরি প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমরা এর অগ্রগতি ত্বরান্বিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।’

Comment here