খুলনাসমগ্র বাংলা

হাসপাতালে জ্বর-কাশি নিয়ে আসা আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসাপাতালে জ্বর, কাশি, গলা ব্যথা নিয়ে আসা এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নড়াইল থেকে রবিউল ইসলাম নামে ওই প্রবাসীকে খুমেকে আনা হয়। তাকে পরীক্ষার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেডিকেল হাসপাতালের ডা. ওমর ফারুক বলেন, ‘রবিউলকে এখানে মৃত অবস্থায় আনা হয়।’

রবিউলের পরিবার সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে তিনি ভারত থেকে নড়াইলে এসেছেন। তিনি জ্বর, গলা ব্যথা, কাশিসহ নানা সমস্যায় আক্রান্ত ছিলেন। স্থানীয়ভাবে তাকে সেবা দেওয়া হলেও বৃহস্পতিবার অবস্থার অবনতি হয়। পরে তাকে খুলনা মেডিকেলে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তবে বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেলে জ্বর নিয়ে আসা বাবলু নামে আরও একজন মারা যান। মৃত বাবুলের বড় বোন জাহানারা বেগম বলেন, পাঁচ দিন ধরে জ্বরে আক্রন্ত ছিল বাবলু। চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে।

বিষয়টি অস্বীকার করে হাসপাতালটির পরিচালক ডা. এটি এম মঞ্জুর মোর্শেদ বলেন, ওই রোগী জ্বর, সর্দি নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিসিন কনসালট্যান্টকে দেখানোর জন্য হাসপাতালের বহির্বিভাগে রেফার্ড করেন। রোগী মেডিসিন চিকিৎসকের কাছে যাওয়া পথে মারা যায়।

Comment here

Facebook Share