দুই গৃহবধূকে ‘গণধর্ষণ’, সিএনজিচালকসহ আটক ৭ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সমগ্র বাংলাসিলেট

দুই গৃহবধূকে ‘গণধর্ষণ’, সিএনজিচালকসহ আটক ৭

মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি : ইউসুফ নামে এক সিএনজিচালকের সহযোগিতায় দুই গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। গতকাল শুক্রবার রাতে মৌলভীবাজার থেকে কমলগঞ্জের মুন্সিবাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীরা জানান, বাড়িতে যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশা রিজার্ভ করে পৌরসভার সামনে থেকে মুন্সিবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেন দুজন। তাদের একজনের সঙ্গে একটি শিশু ছিল।

ভুক্তভোগী নারীরা জানান, সিএনজিচালক প্রধান সড়ক দিয়ে না যেয়ে ফাঁড়ি পথ দিয়ে নিয়ে গেলে তারা প্রতিবাদ জানালে রাস্তা খারাপের অজুহাত দেখায়। কিছু দূর যাওয়ার পর কালেঙ্গা নামক জায়গা থেকে আরও দুজনকে চালক গাড়িতে তুলে। এতেও তারা প্রতিবাদ জানায়। কিছু দূর যাওয়ার পর পেছনে আরেকটি সিএনজি অটোরিকশার আলো দেখেন তারা।

ভুক্তভোগী নারীরা আরও জানান, এক পর্যায়ে চালকসহ অন্যরা দেওরাছড়া চা বাগানের নির্জনস্থানে নিয়ে দুজনকে গণধর্ষন করে।

বর্তমানে ওই দুই গৃহবধূ মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা ইউসুফসহ সাতজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন, আলমগীর হোসেন (২৫), রুবেল মিয়া (২৭), ইউসুফ আলী (৩৫), মো. সলিম মিয়া (২৬), রবিলাল উরাং (২০), বিকাশ মুন্ডা (২৩), আবু সুফিয়ান বাবুল (৪৫)।

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ সাতজন আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দৈনিক মুক্ত আওয়াজকে জানান, মামলা প্রক্রিয়াধীন, তবে আইনিপ্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Comment here